Mon. Sep 15th, 2025
Advertisements

index

খোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: বর্ষার সময় উপযুক্ত না হলেও, অন্যান্য সময়ে সাইকেল চালানো যেতেই পারে। আর যানজটের শহরে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানো ছাড়াও দ্বিচক্রযান চালানোতে রয়েছে নানান উপকার।
 রিক্সা, বাস, সিএনজি, মোটরাইকেল বা গাড়ি- বাহন যাই হোক যানজটে বসে থাকতেই হয়। রিক্সা, বাস, সিএনজিতে আছে অতিরিক্ত ভাড়া, ভীড় আর সময় মতো না পাওয়ার ঝামেলা। আর নিজস্ব যানবাহনে আছে কাগজপত্র ঠিক রাখা, ড্রাইভিং লাইসেন্সের ঝামেলা, তেল ও রক্ষণাবেক্ষনের খরচ ইত্যাদি।