খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্রম বর্ধমান চাহিদা মেটাতে আরো দু’টি নতুন বিভাগ চালু করতে যাচ্ছে ।২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ‘‘বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’’ ও ‘‘মেটেরিয়াল সাইন্স এ্যান্ড টেকনোলোজি’’ নামে দুটি বিভাগ চালু করা হবে। রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।রুয়েটের উপাচার্য প্রফেসর রফিকুল আলম বেগ সাংবাদিকদের বলেন, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত জনবল সৃষ্টি করতে হবে। এজন্য এই বিভাগ দু’টি চালু করা হচ্ছে।প্রত্যেকটি বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবে।এদিকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। অনলাইন নিবন্ধন চলবে ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হবে। এছাড়া www.ruet.ac.bd. ওয়েবসাইটে লগইন করে তথ্য পাওয়া যাবে