Fri. Oct 24th, 2025
Advertisements
IMG_0462খোলা বাজার২৪,শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬: রাজধানীর ওয়ারিতে শুরু হয়েছে এক্সক্লুসিভ গোল্ড ও ডায়মন্ড জুয়েলারী মেলা। ওয়ারিতে ডায়মন্ড ওয়ার্ল্ড এর ডায়মন্ড মেলা।ঈদ কালেকশনসহ ব্রাইডাল কালেকশন, ডায়মন্ডের গহনা, সোনা, প্লাটিনাম জুয়েলারী এবং লাইফ স্টাইলের ঈদের ফ্যাশনবল কালেকশন নিয়ে এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং লাইফ স্টাইল।

মেলা উপলক্ষে ডায়মন্ড জুয়েলারীতে ৩১% ডিসকাউন্ট। কেনাকাটায় থাকছে ডায়মন্ডের লকেট ফ্রি (শর্ত প্রযোজ্য)। মেলা চলবে ঈদুল আযহা পর্র্যন্ত। প্রতিদিন সকাল ১১ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ারির র‌্যাংকিন স্ট্রীটের এ এইচ এল মতাহারা টাওয়ারে ফিতা কেটে এ মেলার উদ্ধোধন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর পরিচালক রিপন হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ীবৃন্দ, ডায়মন্ড ওয়ার্ল্ডের ক্রেতা সাধারণ এবং প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।