
মেলানিয়া ট্রাম্প মেরিল্যান্ডের মন্টগোমেরি কাউন্টি আদালতে মেইল মিডিয়া ইনকর্পোরেশন ও ওয়েবস্টার জি টার্প্লি নামের দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মামলা করেছেন। মেইল মিডিয়া ইন্টারন্যাশনালের মালিকানায় প্রকাশিত হয় ডেইলি মেইল অনলাইন এবং ওয়েবস্টার জি টার্প্লি একটি ব্লগ প্রকাশ করে।
স্লোভেনিয়ার বংশোদ্ভূত সাবেক মডেল মেলানিয়া ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।
তার অ্যাটর্নী চার্লস হার্ডার বলেন, ‘বিবাদীরা মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য ছেপেছে যা শতভাগ মিথ্যা এবং এটা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে।’
তিনি বলেন, ‘বিবাদীরা যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের লাখ লাখ মানুষের কাছে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।’
তিনি আরো বলেন, বিবাদীদের এহেন কর্মকান্ড খুবই মারাত্মক ও বিদ্বেষমূলক এবং মেলানিয়া ট্রাম্পের জন্য ক্ষতিকর। আর এর ফলে তার ১৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
মেলানিয়া ট্রাম্প তার ধনাঢ্য স্বামীর চেয়ে ২৪ বছরের ছোট। তিনি ট্রাম্পের তৃতীয় স্ত্রী এবং তাদের ব্যারন নামের একটি সন্তান আছে।