Tue. Oct 14th, 2025
Advertisements

04_235047খোলা বাজার২৪,শনিবার,০৩ সেপ্টেম্বর  ২০১৬: এর ঘরে ওর ঘরে ‘হানা দেওয়া’ শেষ। এবার সুবোধ বালকের মতো ঘরে ফিরলেন উসাইন বোল্ট। আর ‘সব ভুলে’ প্রেমিকা ক্যাসি বেনেটও ফিরিয়ে নিলেন গ্রহের দ্রুততম মানুষটিকে।

রিওতে ‘ট্রেবল ট্রেবল’ জেতার পর লাস্যময়ীদের নিয়ে গত কয়েকদিন পার্টি করেছেন বোল্ট। কখনো অলিম্পিক ভিলেজে আবার কখনো লন্ডনের বিলাসবহুল হোটেলে একাধিক নারীর সাথে অভিসারে মেতেছেন বোল্ট।

বোল্টের উদ্দাম জীবনের বহু ছবি এসেছে গণমাধ্যমে। সেই ছবি দেখে ভীষণ কষ্ট পেয়েছেন ক্যাসি। এরপরই বিভিন্ন গণমাধ্যমে বোল্ট-ক্যাসির সম্পর্কের ভাঙনের খবর শোনা যায়।

সোশ্যাল মিডিয়ায় বোল্টকে সংযত হওয়ারও পরামর্শও দিয়েছিলেন প্রেমিকা ক্যাসি।

তবে জানা গেছে, ঘরে ফেরার পর স্বাভাবিক হয়ে এসেছে দুজনের সম্পর্ক। ক্যাসিও ‘ক্ষমা’ করে দিয়েছেন বোল্টকে।

শুক্রবার স্ন্যাপচ্যাটে বান্ধবী ক্যাসির সঙ্গে ‘হ্যাপি মুড’-এর ছবি পোস্ট করেছেন জামাইকান এই স্প্রিন্টার। সেখানে লেখা ‘ফের শুরু’; যার অর্থ বোল্ট জানিয়ে বোল্ট বলেন, দেশের বাইরে তিনি যতই আনন্দ ফূর্তি করুন না কেন, বান্ধবীর প্রতি ভালবাসা এতটুকুও কমেনি৷।

আর ক্যাসি বেনেট? তার মুখেও হাসি। বয়ফ্রেন্ডের প্রতি সব রাগ ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চাইছেন তিনিও৷ শোনা যাচ্ছে, এবছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি।