Tue. Oct 14th, 2025
Advertisements

 

 index

খোলা বাজার২৪,রবিবার,০৪ সেপ্টেম্বর  ২০১৬: ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পর ব্রিটেন যেই ‘কঠিন সময়ের’ মুখোমুখি হতে যাচ্ছে তার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত বড় পরিসরে দেয়া সাক্ষাৎকারে থেরেসা মে ‘অ্যান্ড্রু ম্যার শো’ নামক অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ব্রেক্সিট তার দেশের জন্য খুব স্বাভাবিক কোন প্রক্রিয়া হবে না। ২০১৭ সালের আগে ব্রেক্সিট নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কোন দাফতরিক আলোচনা হবে না। তবে বিষয়টি দীর্ঘায়িত না করার বিষয়েও প্রতিজ্ঞ বলে জানান থেরেসা মে। সেই সঙ্গে যুক্তরাজ্যের মধ্যে স্থিতি অবস্থা বজায় রাখতে সাধারণ নির্বাচন করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, গণভোটে ব্রেক্সিট পাশ করার পর ডেভিট ক্যামেরুন পদত্যাগ করলে কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ নির্বাচন ও পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পান থেরেসা মে। ফলে দায়িত্ব পাওয়ার পর থেকে তার প্রথম এবং প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে ব্রেক্সিট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। বিবিসি।