Fri. Oct 24th, 2025
Advertisements
photo-1472978392
খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর  ২০১৬ঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের চেংগ্রাম এলাকা থেকে বিপুল পরিমাণ গানপাউডার (বিস্ফোরক দ্রব্য) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ১০ বস্তাভর্তি ৪৯৮ কেজি গানপাউডার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, ভোর ৫টায় ভারত থেকে গানপাউডার পাচার হয়ে দেশে আসছে খবর পেয়ে সীমান্তের চেংগ্রাম এলাকায় অবস্থান নেয় বিজিবি। ওই এলাকা পার হওয়ার সময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৪৯৮ কেজি গানপাউডার উদ্ধার করা হয়।

সুবেদার আরো জানান, ধারণা করা হচ্ছে, দেশে নাশকতা কাজে বোমা ও ককটেল তৈরির জন্য এসব গানপাউডার আনা হচ্ছিল। অন্যদিকে পৃথক একটি অভিযান চালিয়ে সীমান্তের নওপাড়া থেকে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন বিজিবি সদস্যরা।