Thu. Oct 23rd, 2025
Advertisements

download-4
 খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর  ২০১৬ঃ টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে এখন থেকে আর চাল বা গম দেবে না সরকার, কর্মসূচি বাস্তবায়নের জন‌্য জনপ্রতিনিধিদের হাতে দেওয়া হবে নগদ টাকা।
 হতদরিদ্রদের জন্য ‘দশ টাকায় চাল’ কর্মসূচি আসার প্রেক্ষাপটে ‘সাংসদদের কাজের সুবিধার’ জন‌্য এ ব‌্যবস্থা করা হচ্ছে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন।