খোলা বাজার২৪,মঙ্গলবার,০৬ সেপ্টেম্বর ২০১৬ঃ বাংলাদেশ আগামী এক বছরের জন্য ইউনাইটেড নেশন্স ইকোনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিকের (ইএসসিএপি)-এর সভাপতি নির্বাচিত হয়েছে।
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক দেশের পক্ষে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ২৯-৩০ আগস্ট চীনে এশিয়া প্যাসিফিক ইনফর্মেশন সুপার হাইওয়ের (এআইপিএস) মাধ্যমে আঞ্চলিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংযুক্তি জোরদারের বিষয়ে অনুষ্ঠিত সভায় এই নির্বাচন হয়।
চীন ও ফিলিপাইন্স নির্বাচিত হয়েছে সহ-সভাপতি।
চীন, কোরিয়া ও ভিয়েতনামসহ মোট ১৬টি দেশ এবং বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা, স্কাপ ওয়ার্কিং ও স্টিয়ারিং গ্রুপের সদস্য এবং স্কাপ আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের ৪৯ জন প্রতিনিধি এ সভায় অংশ নেয়।
সভায় বনমালী ভৌমিক বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য খুবই সম্মানের এবং বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যবহারের বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।