Thu. Oct 23rd, 2025
Advertisements

index

খোলা বাজার২৪,মঙ্গলবার,০৬ সেপ্টেম্বর  ২০১৬ঃ  উত্তর কোরীয় নেতা কিম জং উন তার দেশের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ’ উল্লেখ করে এ প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি পরমাণু অস্ত্র আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার এ কথা জানায়।
পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের কয়েকঘন্টা আগে কিম আর্টিলারি ইউনিটের মহড়া পরিদর্শনকালে মধ্যম পাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করেন।
কেসিএনএ বলছে, তিনি ঐতিহাসিক এ বছরে পরমাণু শক্তি জোরদারের মাধ্যমে বিস্ময়কর অর্জনের আহ্বান জানান।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পিয়ংইয়ং যে তিনটি রোডং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেসব এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। কোন সতর্কতা ছাড়াই দেশটি জাপান সাগরের ওপর এ পরীক্ষা চালায়।
এদিকে জি-২০ সম্মেলনে যোগ দিতে বিশ্ব নেতৃবৃন্দ যখন চীনে তখন উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। জাপান ও যুক্তরাষ্ট্র এর নিন্দা জানিয়ে একে কান্ডজ্ঞানহীন বলে বর্ণনা করে।