খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো কর্মরত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস বিশ্বাসসহ ১৫জন চিকিৎসককে শোকজ করেছেন ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস। সময় মত কর্মস্থলে হাজির না থাকায় এ শোকজ করা হয় বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (০৬.০৯.১৬) চিকিৎসকরা শোকজের চিঠি পেয়েছেন বলে জানান ডা. তাপস বিশ্বাস। এ ছাড়া ১৮জন কর্মচারীর মধ্যে ১৫জন কর্মচারীকে একই অভিযোগে শোকজের চিঠি দেয়া হয়েছে। আগামি ৭দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজ প্রাপ্ত চিকিৎসকরা হলেন, ডা. গিয়াস উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, মো. মোরসেদ আলম, মো. মনিরুজ্জামান, নাজমুল ইসলাম, মো. মারনুশ, জাবির বিন রশিদ, এনামুল ইসলাম, মাহবুবুল হক, মুসফিকুর রহমান, সাইদ আহমেদ, আবিদা সুলতানা, সৈয়দা নুশরত আরা ও জুলেখা খাতুন। কর্তব্য কাজে অবহেলা, সময়মত কর্মস্থলে হাজির না থাকায় কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না মর্মে জবাব চেয়ে এ কারন দর্শনোর নোটিশ জারী করা হয়। উল্লেখ্য গত শনিবার (০৩.০৯.১৬) সিভিল সার্জন অরুন কান্তি বিশ্বাস সকাল সোয়া আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তিনি কোন ডাক্তার ও কর্মচারীকে কর্মস্থলে হাজির পাননি। উল্লেখ্য সকাল আটটায় তাদের হাজির হওয়ার বিধান রয়েছে। এ ব্যাপারে ডা. তাপস বিশ্বাস বলেন, আজ (মঙ্গলবার) নোটিশ হাতে পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেয়া হবে।