Fri. Oct 17th, 2025
Advertisements

road accident bdখোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: জেলার হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে মাইক্রোবাসের চাপায় খয়বর হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে বড়খাতার ফেডারেশন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত খয়বর হোসেন হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানায়, পাটগ্রাম থেকে ছেড়ে আসা মাইক্রোবাস টি বড়খাতা ফেডারেশন এলাকায় একটি ভ্যান গাড়ীকে ধাক্কা দিলে গাড়ীতে থাকায় বৃদ্ধ ছিটকে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

ঘাতক মাইক্রোবাসটি কে বড়খাতা হাইওয়ে থানা পুলিশ আটক করে রেখেছে।