Sun. Oct 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: হারিকেন নিউটনের প্রভাবে মঙ্গলবার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের উপকূলের অদূরে সমুদ্রের পানি ফুসে উঠে। এতে একটি মাছ ধরার নৌকা ডুবে গেলে ২ জনের মৃত্যু ও অপর ৩ জন নিখোঁজ রয়েছে।

দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
লস কাবোস বেসামরিক সুরক্ষার পরিচালক মার্কো অ্যান্টোনিয়া ভাজকুয়েজ বলেন, লাস বারান্সাস সৈকতের কাছ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ভাজকুয়েজ বলেন, ‘জেলেদেরকে উত্তাল সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা আমাদের নিরাপত্তামূলক সতর্কতা বার্তা মেনে চলেননি।’
কর্তৃপক্ষ সোমবার রাত থেকে ছোট নৌযানগুলোর জন্য বন্দর বন্ধ রেখেছে। নিউটনের প্রভাবে শক্তিশালী বাতাস ও ঝড়ের আঘাতের আশঙ্কায় এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে একটি ছোট নৌযান ডুবে গেলেও এর যাত্রীদের উদ্ধার করা হয়। এতে দুজন আরোহী ছিল।
নিউটন ভোরের আগে লস কাবোস পর্যটন কেন্দ্রের কাছে আঘাত হানে ঝড়ের আঘাতে গাছপালা উপড়ে যায় ও বেশ কয়েকটি জানালা ভেঙ্গে যায়। তবে বড় ধরনের ক্ষতির হাত থেকে অঞ্চলটি রক্ষা পায়।
দুই বছর আগে শক্তিশালী হারিকেন ওদিলের আঘাতে অঞ্চলটিতে ৬ জনের প্রাণহানি ও ১০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়।