খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: ঝিনাইদহ : ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক, সুস্থ সমাজ সবাই পাক’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মানববন্ধন করেছেন হোমিওপ্যাথির চিকিৎসকরা।
বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের পায়রা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলার হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. বশির আহম্মেদ, উপদেষ্টা ডা. খান রফিকুল ইসলাম, ডা. ওয়াসিকুর রহমান, হোমিও কলেজের অধ্যক্ষ শাহিন আহম্মেদ খান, শৈলকুপা উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কার্ত্তিক কুমার সাহা, সদস্য ডা. মনোয়ারা বেগম, ডা. নাজের আলী, ডা. সালাম প্রমুখ।
বক্তারা মানববন্ধনে বলেন, ইসলামের নামে যারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ কর্মকান্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আজকের এই মানববন্ধন। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।