Tue. Oct 14th, 2025
Advertisements

56খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যা ষড়যন্ত্র মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে হাই কোর্ট।

তার এক আবেদনে এর আগে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বুধবার এই রায় দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন তানভীর আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
আদেশের পর তানভীর সাংবাদিকদের বলেন, “রুল চূড়ান্ত করে আদালত মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে। এর মাধ্যমে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন হল। তার মুক্তিতে আর বাধা নেই।”
তবে মাহমুদুরের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই আইনজীবী।
অন্য এক প্রশ্নের জবাবে তানভীর বলেন, “সবগুলো মামলাতেই হাই কোর্ট থেকে তার জামিন হয়েছে। কোনো কোনটাতে সরকার আপিল বিভাগে গিয়েছে। কিন্তু আপিল বিভাগ সেখানে হস্তক্ষেপ করেনি।”
অন্যদিকে মোমতাজ উদ্দিন ফকির রায়ের পর বলেন, “মাহমুদুর রহমানকে আদালত জামিন দিয়েছে। আমরা এর বিরুদ্ধে আপিল করব।”
জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণের লক্ষ্যে’ তার সম্পর্কে তথ্য পেতে এফবি আইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় দেশটির আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড হয়। সেই রায়কে কেন্দ্র করে ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।
পরে মাহমুদুর রহমানকেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এ ছাড়াও বিভিন্ন আইনে তার বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারেই আছেন।
জয়কে ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের’ মামলার আরেক আসামি শফিক রেহমান মঙ্গলবার উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়েছেন।