খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬:বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজ-উদ-দৌলা। পলাশীর যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়। সেই ইংরেজ শাসনের জুলুম, অত্যাচার, হত্যা, মিথ্যা মামলাসহ নানা নিপীড়নের বিরুদ্ধে নিজ জন্মভূমিকে স্বাধীন করার জন্য প্রথম যে বীর বাঙালি নারী প্রাণ দিয়েছিলেন তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার।
প্রীতিলতার জীবন কাহিনী নিয়ে নির্মাণ হচ্ছে ‘প্রীতিলতা’ নামে একটি চলচ্চিত্র। আর এ চলচ্চিত্রে নবাব সিরাজ-উদ-দৌলার নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব অভিনয় করবেন।
ছবিটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী জানান, ‘প্রীতিলতা’ চলচ্চিত্রে নবাব সিরাজ-উদ-দৌলা যাত্রাপালার একটি দৃশ্য আছে। এ দৃশ্যে সিরাজ-উদ-দৌলার ভূমিকায় অভিনয় করবেন তারই বংশধর আরেব। এ বিষয়ে আরেব বলেন, এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জের একটি কাজ। হোক একটি দৃশ্য কিন্তু চরিত্রটা সিরাজের। সে জন্যই আমি অনেক বেশি সতর্ক।
‘প্রীতিলতা’ চলচ্চিত্রে সিরাজ-উদ-দৌলাকে রাখা হয়েছে এটা জেনেও ভালো লাগছে। আমি চেষ্টা করবো আমার সেরাটুকু দেয়ার। উল্লেখ্য, গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এ চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল। পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে আছেন সেলিনা হোসেন ও মাতিয়া বানু শুকু।