Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
photo-1468653100
 
খোলা বাজার২৪,বৃহস্পতিবার,০৮ সেপ্টেম্বর, ২০১৬: ঈদ-উল-আযহায় রেফ্রিজারেটরসমূহে ডাবল ঈদ অফার ঘোষণা করেছে স্যামসাং ইলেকট্রনিক্স। গ্রাহকরা যেকোনো মডেলের রেফ্রিজারেটর কিনে একটির বদলে পাবেন দুটি স্ক্র্যাচ কার্ড। এই অফারটি ১২ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত প্রযোজ্য।
এই অফারে গ্রাহকরা যেকোনো কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে উপভোগ করতে পারবেন মেগা গিফট বান্ডেল, (রেফ্রিজারেটর, টিভি, মাইক্রো-ওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং ট্রায়াঙ্গল এসি) অথবা নিশ্চিত ক্যাশ ব্যাক। গ্রাহকরা যেকোনো কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে পাবেন সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক। এছাড়াও গ্রাহকরা নির্ধারিত মডেলের রেফ্রিজারেটরগুলোতে উপভোগ করতে পারবেন ১৫,২৫০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়।
স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স-এর হেড ফিরোজ মোহাম্মদ বলেন, ‘স্যামসাং-এ আমরা সব সময় সম্মানিত গ্রাহকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ এবং উদ্ভাসিত করার চেষ্টা করি। পবিত্র ঈদ-উল-আযহায় উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে এবং ঈদের খুশিতে আপনার পাশে থাকতে স্যামসাং, বাংলাদেশে সকল কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যে ঘোষণা করেছে দারুণ সব নতুন অফার।’
গ্রাহকরা স্যামসাং-এর এই নতুন ঈদ অফার স্যামসাং ব্র্যান্ড শপ, স্যামসাং অনুমোদিত ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা, এবং র‌্যাংগস এর শো-রুম থেকে উপভোগ করতে পারবেন।