Mon. Oct 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁওয়ে নিখোঁজের সাতদিন পর বাড়ির পায়খানার গর্ত থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় জিঙ্গাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের মহব উল্যা(৬০) গত শনিবার রাত থেকে হারিয়ে যাবার খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

আজ শুক্রবার দুপুরে বাড়িতে আলাপ –আলোচনার এক পর্যায়ে মহব উল্যার স্ত্রী হাছনা বেগম তাঁর মেয়ে সাফিয়া বেগমকে বলে ছোট ছেলে মঈন উদ্দিন তাঁর পিতাকে মেরে লাশ পায়খানার গর্তে রেখে দিয়েছে। তারপর থেকে পুলিশকে বিষয়টি অবহিত করলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে এসআই জহির ও এসআই কানাই ঘটনাস্থলে এসে পায়খানার গর্ত থেকে লাশটি উদ্ধার করে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রী হাছনা বেগম,মেয়ে সাফিয়া বেগম, ছেলের স্ত্রী শারমিন বেগম,ছেলে আলাউদ্দিন এবং মেয়ের জামাই হারেছ মিয়াকে জিঙ্গাসাবাদের জন্য আটক করে। ঘাতক ছেলে মইন উদ্দিন বৃহস্পতিবার থেকে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বিকেল ৪ ঘটিকায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। জমি-জমা সংক্রান্ত বিরোধে সে খুন হয়েছে বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।