Fri. Oct 17th, 2025
Advertisements

34খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হবে।

হান্নান শাহের ব্যক্তিগত সহকারী মো. ইউনূস বাবুল জানান, শনিবার দুপুরে চিকিৎসকদের বোর্ড সভা বসে। সভা শেষে জানানো হয়, হান্নান শাহকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া দরকার। তিনি জানান, সকাল থেকে স্যারের শ্বাসকষ্ট বাড়ায় তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন হান্নান শাহ। এরপরই তাকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সিএমএইচে নেওয়ার পরই মূলত তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
শুক্রবার অবস্থা ভালো হওয়ায় তাকে লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে নেয়া হয়। শনিবার সকাল থেকে তার অবস্থার অবনতি হয়।