Sun. Oct 26th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: কিছুদিন আগে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ ছবির ট্রেলর অনলাইনে মুক্তি পায়। এরপর বেশ সাড়া পান ছবির অভিনেতা-অভিনত্রীসহ অনান্যরা। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০শে সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘আয়নাবাজি’।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক নিজেই। অমিতাভ রেজা বলেন, এর আগে বন্যার কারণে ছবি মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। আমার ক্যারিয়ারের অনেক অভিজ্ঞতাই এতে যুক্ত হয়েছে। ‘আয়নাবাজি’ একটি শহরের গল্প, যে শহরে এখনও সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালারা হাঁকডাক দেয়। ছবিটি নিয়ে দর্শকের ভালো সাড়াও পাচ্ছি। এ ছবিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও সংগীতশিল্পী পার্থ বড়ূয়া।
‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় এতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা প্রমূখ।