জেলায় ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের কেন্দ্রীয় মসজিদে।
মঙ্গলবার সকাল ৮টায় ঈদের জামাতে নামাজ আদায় করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বিচারপতি মিছবা উদ্দিন চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমদ, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লীরা। জামাতে ইমামতি করেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।
পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে বৃষ্টির কারণে সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা।