Tue. Oct 14th, 2025
Advertisements

3kগাজীপুরের ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গাই রাইডার। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই মনোভাব পোষণ করেন।
বিবৃতিতে আইএলওর মহাপরিচালক বলেন, বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগতি হলেও তা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।
আইএলওর মহাপরিচালক গাই রাইডার আরো বলেন, শ্রমিকদের নিরাপত্তায় বাংলাদেশের উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা করতে আইএলও প্রস্তুত রয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের তথ্যমতে, গত শনিবার টঙ্গিতে বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকোর কারখানায় বিস্ফোরণের ঘটনায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৪ জন আহত এবং ১০ জন নিখোঁজ রয়েছেন।
ট্যাম্পাকো দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, গত সাড়ে তিন বছরে বাংলাদেশে বিশেষ করে তৈরি পোশাকশিল্পের কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বাংলাদেশের শ্রম অধিদপ্তরের তথ্যের বরাত দিয়ে রাইডার বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অনেক প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থার উন্নতি হয়েছে। তবে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আরো কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য সব পক্ষকেই কাজ করতে হবে।