Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21গ্যালাক্সি নোট ৭ বাজারে এনে জোর ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট স্যামসাং। ব্যাটারিজনিত সমস্যায় অত্যাধিক গরম হয়ে উঠে হ্যান্ডসেটগুলোতে বিস্ফোরণ পর্যন্ত ঘটেছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই অন্তত ৭০টি নোট ৭ বিস্ফোরণের খবর মিলেছে। এই অবস্থায় বাধ্য হয়ে স্যামসাং ত্রুটিযুক্ত হ্যান্ডসেটগুলো ফিরিয়ে নেওয়ার ডাক দিয়েছে।

তবে দেশ-বিদেশের স্যামসাং-ভক্তদের জন্য সুখবর! গ্রাহকদের ক্ষতে প্রলেপ দিতেই সম্ভবত প্রতিষ্ঠানটির পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি এস ৮ তড়িঘড়ি বাজারে আনার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সংশ্লিষ্টরা। সাধারণত ফ্ল্যাগশিপ মডেল বলতে বোঝায় কোনও প্রতিষ্ঠানের সেরা ফিচার সমৃদ্ধ স্মার্টফোনকে। গ্যালাক্সি এস ৮ মডেলে যে ফিচারের ঝুলি উপুড় করে দিতে কসুর করবে না স্যামসাং, সে কথা সহজেই অনুমেয়।
নাম গোপন রেখে কোরিয়ান প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ত্রুটিযুক্ত হ্যান্ডসেট নিয়ে গ্রাহকদের ক্ষোভ ধামাচাপা দেওয়ার উৎকৃষ্ট উপায় চটজলদি তাদের হাতে একটি ‘ব্র্যান্ড নিউ’ স্মার্টফোন তুলে দেওয়া। এমন একটি হ্যান্ডসেটটি যেটি তার পূর্বসূরির তুলনায় উন্নততর হবে।
গ্যালাক্সি নোট ৭-এর জন্য স্যামসাংয়ের বিপণন প্রতিবেদন যে ধাক্কা খেয়েছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বজুড়ে নানান তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাও করে সে সব রিপোর্ট প্রকাশিতও হয়েছে।
শোনা যাছে, এস ৮ ছাড়াও আরও দুটি নতুন স্মার্টফোন নিয়ে গবেষণা শুরু করেছে স্যামসাং। যাদের কোড নেম ‘ড্রিম’ ও ‘ড্রিম ২’।
নতুন ফ্ল্যাগশিপ মডেলে কী কী ফিচার থাকতে পারে? ফোন এরিনার টুইটার অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, স্যামসাংয়ের নতুন স্মার্টফোনে থাকতে পারে এক্সিনোজ ৮৮৯৫ এসওসি চিপসেট। তবে অন্যান্য স্পেসিফিকেশন এখনও স্পষ্ট নয়, জানা যায়নি দামও।