কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে এ আবেদন শুরু হয়। যা আগামী ২০ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।ভর্তি পরীক্ষা আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
এবছর বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদভূক্ত ২৫টি বিভাগের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন করতে মোবাইল অপারেটর টেলিটকে নির্ধারিত নিয়মানুযায়ী এসএমএস করতে হবে।
এসএমএস পাঠানোর নিয়ম হলো- আইউ <স্পেস> এইচএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> এইচএসসি’র রোল <স্পেস> এইচএসসি পাশের সন <স্পেস> এসএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> এসএসসি’র রোল <স্পেস> এসএসসি পাশের সন <স্পেস> কাঙ্ক্ষিত ইইনিটের নাম-লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। পরে ১৬২২২ নং থেকে প্রাপ্ত এসএমএস অনুযায়ী ভর্তি কাজ সম্পন্ন করতে হবে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২৫টি বিভাগে মোট ১,৬৯৫ জন পরীক্ষার্থী মেধাভিত্তিক ভর্তি হতে পারবে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটা থেকে শতকরা পাঁচ ভাগ, প্রতিবন্দী কোটায় ২০জন, উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১০জন, হরিজন/দলিত (নিম্ন শ্রেণি) কোটায় ২জন, খেলোয়াড় কোটায় ১০জন এবং পোষ্য কোটায় নির্ধারিত পরীক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ভর্তি করা হবে।
ভর্তি আবেদনের নিয়মাবলী, ভর্তির শর্তাবলী, ভর্তি ফি এবং এ সংক্রান্ত্র যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।