Fri. Sep 12th, 2025
Advertisements

60মাত্র এক মিনিটে এই দুনিয়ায় ১৫ কোটি ইমেইল লেনদেন হচ্ছে! বিশ্বাস হচ্ছে না! বিশ্বাস না করে কোথায় যাবেন? এই এক মিনিট বা ৬০ সেকেন্ডে দুই কোটি আট লাখ বার্তা আদান-প্রদান হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।

ফেসবুকে এই ন্যূনতম সময়েই লগ ইন করছে ৭ লাখ এক হাজার ব্যবহারকারী।
ইউটিউবে ২৭ লাখ ৮০ হাজার ভিডিও দেখা হচ্ছে এই ৬০ সেকেন্ড সময়ের ভেতরেই।
চমক জাগানো এসব তথ্য দিয়েছে এক্সসেলাকম নামের একটি সংস্থা। যাদের কাজই হচ্ছে এসব বিষয়ে গবেষণা করা।
সম্প্রতি বিখ্যাত আলীবাবা গ্রুপের প্রডাক্ট অপারেশন্স ম্যানেজার মেহেদী রেজা তার ফেসবুক পেইজে এ তথ্য শেয়ার করেছেন।
মেহেদী রেজাও বলেছেন, ‘আমরা যখন অনলাইনে বসি তখন কত না বিচিত্র আচরণ করি।’
এক্সসেলাকমের তথ্য বলছে, প্রতি মিনিটে প্রায় সাড়ে তিন লাখ টুইট হয়। অ্যামাজন প্লাটফর্মে দুই লাখ তিন হাজারের বেশি কেনাবেচা হয়। আর মাত্র এই সময়ে লিংকটিনে যোগ হয় ১২০টি নতুন অ্যাকাউন্ট।
২৪ লাখ গুগল সার্চ দেখা যায় এই ৬০ সেকেন্ডে। অ্যাপস ডাউনলোড হয় ৫১ হাজার। এক হাজার ৩৮৯টি উইবার রাইড হয়। ইন্সটাগ্রামে নতুন ছবি পোস্ট হয় ৩৮ হাজার ১৯৪টি।
দিনকে দিন ইন্টারনেটের গ্রাহক যত বাড়ছে ততই সামাজিক যোগাযোগের এসব তথ্য সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশের অনেক গ্রাহক যুক্ত হচ্ছেন এসব মাধ্যমে।