Fri. Oct 17th, 2025
Advertisements

5কুমিল্লার লাকসামে ঢাকাগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

জেলার লাকসাম উপজেলার চিলোনিয়া নামক এলাকায় আজ রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, যারা আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। লাশ উদ্ধার করে লাকসাম থানায় নেওয়া হয়েছে।