Sun. Oct 12th, 2025
Advertisements

24চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ৫ হাজার ৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার মদ ও ০১ কেজি গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১০টি মামলা দায়ের করা হয়।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।

সিএমপি জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে জিআর ১২ জন ও সিআর ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক ৩৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কাগজপত্র বিহীন গাড়ী আটক করা হয় ৯৯টি। তন্মধ্যে সিএনজি আটক ৪০টি। জরিমানার আর্থিক পরিমান আদায় করা হয় ২ লাখ ৩৫ হাজার ৫৫০ টাকা।