Tue. Oct 14th, 2025
Advertisements

মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জে মুসলিম মণিপুরী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) ইসলামপুর ইউনিয়নের মোকাবিল মাঠে অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় স্বাগতিক জি,এম,অগ্রদূত স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে কান্দিগাঁও লাল দল চ্যাম্পিয়ান হয়।

সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। মৌলভীবাজার জজ কোর্টের পি.পি. এ,এস,এম,আজাদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগৎসী গোপাল কৃষ্ণ এম,সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, তেতইগাঁও রশিদউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন, মণিপুরী মুসলিম ডেভেলপম্যান্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ আাব্দুল মজিদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর সারা দেশ থেকে ২৪টি মণিপুরী মুসলিম ফুটবল দলের অংশগ্রহণে নবম মণিপুরী মুসলিম ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন শ্রীমঙ্গল ৪৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর মোঃ আব্দুল্লা আল মাহমুদ।