Tue. Oct 14th, 2025
Advertisements

6kযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসিতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার দিনের শেষভাগে ঘটনাস্থলের আশপাশ থেকে ওই সন্দেহভাজনদের আটক করা হয় বলে ইনস্টাগ্রামে জানিয়েছেন নিউ ইর্য়ক সিনেটর মার্টি গোল্ডেন। এছাড়া স্থানীয় পুলিশের একটি সূত্রও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।
এদিকে বিস্ফোরণের ঘটনার পর নিউ ইর্য়ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশের টহল। অতিরিক্ত এক হাজার নিউ ইর্য়ক স্টেট পুলিশ ও ন্যাশনাল গার্ড অফিসার সাবওয়ে স্টেশনে যোগ করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর অ্যানড্রিউ কুমো। এর আগে শনিবার স্থানীয় সময় রাতে একটি স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হন।
তাৎক্ষণিক কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ জানাতে না পারলেও পরে বিষয়টিকে প্রেসার কুকার থেকে বিস্ফোরণ বলে জানায় কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় উল্লেখ করে উদ্দেশ্যমূলক বিস্ফোরণ মনে করছেন সংশ্লিষ্টরা।