Tue. Oct 14th, 2025
Advertisements

68kপুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানির পর্ষদ সভায় ২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সভায় উল্লিখিত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা দেওয়া হতে পারে।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ফার কেমিক্যাল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩৬ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২৫ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ২৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।