Fri. Sep 12th, 2025
Advertisements

47খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: এম সালাহ উদ্দিন,কুমিল্লা : অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে বুধবার ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় বাসে তল্লাসী চালিয়ে ১১ হাজার পিচ ইয়াবাসহ মোঃ বাচ্চু মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ী পুলিশ।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়ুয়া জানান,মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে চলাচলরত সন্দেহজনক যানবাহনে তল্লাসী করে আসছিল।তল্লাশী চলাকালে ময়মনসিংহগামী রিলাক্স পরিবহনের বাসে থাকা এক যাত্রীকে সন্দেহ হলে পুলিশ তার কাছে থাকা চার্জার ফ্যান, লাইট, স্পিকারে তল্লাসী চালিয়ে ১১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পরে বাচ্চু মিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন আটাইশা দূর্ঘাপুর গ্রামের মৃত মনপর আলীর ছেলে।

পুলিশ আটককৃতের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।