Sat. Oct 25th, 2025
Advertisements
 
ক্যাটরিনা সঙ্গে সালমানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ইউলিয়া!
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে পর্দায় আবারো জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, তারা সম্পর্কের বন্ধন নতুন করে গড়ে উঠছে। কিন্তু বিষয়টি ভালভাবে নিতে পারছেন না সালমান খানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর।
একটি সূত্র বলিউড লাইফকে বলেছে, এই গুঞ্জন সত্যি নয়। সালমান ও ক্যাটরিনার বিষয়ে ইউলিয়া কোন সমস্যা নেই। সে সালমানের বান্দ্রার বাড়িতে সালমান ও ক্যাটরিনার সঙ্গে দেখাও করেছেন। তারা ভাল সময়ও কাটিয়েছেন। আর এটাই প্রমাণ করে সালমান ও ক্যাটরিনা বন্ধুত্ব নিয়ে ইউলিয়ার কোনো সমস্যা নেই।