Thu. Sep 18th, 2025
Advertisements
index
খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬:  জীবিত এক নবজাতককে মৃত ঘোষণা করার অভিযোগ উঠেছে ফরিদপুর শিশু হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। শিশুটিকে মৃত ঘোষণা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পর তারা বুঝতে পারেন শিশুটি জীবিত। বর্তমানে তাকে ইনকিউবিটরে রাখা হয়েছে। চিকিৎসকদের অসচেতনতার কারণে এমন ঘটনা বলে দাবি স্বজনদের।
বুধবার রাতে ফরিদপুর শিশু হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন নাজমুল হোসেন মিঠুর স্ত্রী নাজমা আক্তার। তবে এর কিছু সময় পরেই শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দাফনের ঠিক আগ মুহূর্তেই কেঁদে ‌ওঠে শিশুটি। পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অসচেতনার কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্তমানে শিশুটিকে ফরিদপুর শিশু হাসপাতালের ইনকিউবিটরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।