Fri. Sep 12th, 2025
Advertisements

3kযুদ্ধাপরাধের দায়ে জামায়াত-বিএনপির চার নেতার ফাঁসি কার্যকর করায় শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মোবাইলে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘আমাদের চার নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে সরকারকে সহযোগিতা করায় আপনি আমাদের পরবর্তী টার্গেট। আমরা আপনাকে সপরিবারে খতম করে দেব।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের চার নেতাকে ফাঁসি দেয়ার প্রক্রিয়ায় জড়িত থাকায় নেছার আলমকে মোবাইল ফোনে এমএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তা চেয়ে ও তদন্ত দাবি করে তিনি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।