Mon. Sep 15th, 2025
Advertisements

 
ভিডিও শেয়ারিং সানগ্লাস আনছে স্ন্যাপচ্যাট
খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর  ২০১৬:  অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবে এমন এক নতুন ধরণের সানগ্লাস বাজারে ছাড়তে যাচ্ছে মেসেজিং অ্যাপ কোম্পানি স্ন্যাপচ্যাট।

 

স্ন্যাপচ্যাট এই অভিনব রোদ-চশমার নাম দিয়েছে ‘স্পেকট্যাকলস’। এতে একটা ছোট ক্যামেরা বসানো রয়েছে, যাতে লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রি। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে যেন মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্য দেখছেন আপনি।

 

এই ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট অ্যাপে চলে যাবে এবং সেখান থেকেই তা অন্য ব্যবহারকারীদের সাথে শেয়ার করা যাবে। এতে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও একবারে রেকর্ড করা যাবে।

এই স্পেকট্যাকলসের দাম হবে ১৩০ ডলার। এ বছরের মধ্যেই এটি বাজারে আসবে।
এই অ্যাপ ছাড়ার সাথে সাথে স্ন্যাপচ্যাট কোম্পানিও তার নাম বদলে ফেলছে, কারণ ভিডিও শেয়ারিং যোগ হবার ফলে তারা আর শুধু চ্যাটিংয়ে সীমাবদ্ধ থাকছে না। ফলে তারাও নতুন নাম নিয়েছে ‘স্ন্যাপ’।