Tue. Oct 14th, 2025
Advertisements

18খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে সন্দেহভাজন দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে। চাঁদার দাবিতে ষোলটাকা গ্রামের এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
আটককৃতরা হচ্ছে- ষোলটাকা গ্রামের বিছার উদ্দীনের ছেলে রহমতুল্লাহ (৪০) ও জুগিরগোফা গ্রামের বাদশা মিয়ার ছেলে সাবদার আলী ওরফে পল্টু (৪২)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চাঁদাবাজরা যে মোবাইল নম্বর থেকে মাছ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে সেই নম্বরের সঙ্গে আটক দুজনের নিয়মিত কথাবার্তা হয়। স্থানীয় সহযোগিত হিসেবে তার চাঁদাবাজকে মাছ ব্যবসায়ীদের ব্যক্তিগত তথ্য সরবরাহ করে থাকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুকুরে বিষ প্রয়োগের ঘটনার মামলার আসামি হিসেবে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
সম্প্রতি ষোলটাকা গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল্লাহর কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা করা হয়। চাঁদা না পেয়ে তার পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে।