Tue. Sep 16th, 2025
Advertisements
sabnur
খোলা বাজার২৪,সোমবার,২৬ সেপ্টেম্বর  ২০১৬ঃ   ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এক সময় নিজের সাবলীল অভিনয় দিয়ে রাজত্ব করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী শারমিন নাহার নূপুর শাবনূর।
প্রায় বছরখানেক আগে শাবনূরকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
কথা ছিল চলতি বছরের মে মাসে ‘এতো প্রেম এতো মায়া’ নামের ছবিটিতে অভিনয় দিয়ে ফের চলচ্চিত্রে নতুন করে যাত্রা শুরু করবেন তিনি। এ কথা রাখতে পারেননি শাবনূর। প্রথমে অতি তাপমাত্রার কারণে শুটিং শিডিউল বাতিল করেন বলে জানান পরিচালক।
তবে বর্তমানে নায়িকা ফিটনেস না থাকার কারণেই নাকি ছবিটির শুটিংয়ে অংশ নিতে পারছেন না। এ জন্য পরিচালকের কাছ থেকে ঈদুল ফিতর পর্যন্ত সময়ও নিয়েছিলেন শাবনূর। এবার কথা ছিল ঈদের পর পরই শুটিংয়ে অংশ নেবেন তিনি। কিন্তু না, এবারও কথা রাখতে পারলেন না শাবনূর।
এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সবশেষ ঈদুল আজহার পর ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বলে শাবনূর আমাকে কথা দিয়েছেন। এখন আমি শাবনূরের অপেক্ষায় আছি। তিনি দেশে ফিরলেই সিনেমাটির কাজ শুরু করব।’
এদিকে শাবনূরকে ছাড়াই গত ১ আগস্ট ছবিটির শুটিং শুরু করেন পরিচালক। আশা ছিল ঈদুল আজহার পর শাবনূর শুটিংয়ে অংশ নেবেন। এবারও পরিচালককে হতাশ করছেন তিনি। দেশে আসছেন না। বিদেশ থেকে কবে আসবেন এ বিষয়েও কিছু জানা যাচ্ছে না পরিচালক।
সিনেমাটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে আরও অভিনয় করছেন সাইমন সাদিক ও পিয়া বিপাশা।