বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ডিজিটাল হাজিরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ রোববার বিকেলে রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন ভবনের শহীদ মনিরুল আলম মিলনায়তনে বায়োমেট্রিক পদ্ধতিতে ১৪শ’ কর্মকর্তা-কর্মচারীর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন।
বিটিভি সদর দপ্তরের প্রবেশমুখে স্থাপিত বয়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে তিনি ডিজিটাল হাজিরার শুভ উদ্বোধন করেন।
বিটিভি’র সংস্থার মহাপরিচালক এস.এম. হারুন-অর-রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাদী আনজুমান আরা। স্বাগত বক্তব্য রাখেন বিটিভি ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাছুদুল হক।
আজ সন্ধ্যায় বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংস্থায় ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করায় সরকারের বড় অংকের ব্যয় সাশ্রয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের কাজের গুনগতমান,স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
এ কে এম রহমত উল্লাহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে আসার জন্য বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। স্থানীয় সংসদ সদস্য বলেন, বিটিভি যেমন বাংলা টেলিভিশনের সূচনাকারী, তেমনই বর্তমান সরকারের ডিজিটাল কর্মসূচি তথা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার উদ্যোগেও সবার আগে সামিল হয়েছে। সরকারের উন্নয়নের মহা-উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করার কাজে বিটিভির ভূমিকারও তিনি প্রশংসা করেন।