Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: হবিগঞ্জে তৃণমূল পর্যায়ে হ্যান্ডবল খেলোয়াড় বাছাই ও বাছাইকৃত খেলোয়াড়দের সপ্তাহব্যাপি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও হ্যান্ডবল ফেডারেশনের যৌথ উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন জামাল হোসেন, আশিকুর রহমান খান, নুরুল ইসলাম ও লিটন মিয়া।
বাছাই কার্যক্রমে শতাধিক বালক, বালিকার মধ্য থেকে ১৪জন করে ২৮ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাদেরকে ৬ দিনের আবাসিক প্রশিক্ষণ শেষে ঢাকায় নিয়ে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।