খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৪১ আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাশ করেছেন মাত্র ৩ হাজার ৮০০ জন।
পরীক্ষার্থীরা তাদের এইচএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং এসএসসি পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ)
থেকে ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে উট<>কযধ<>জড়ষষ টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
উত্তীর্ণদের এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ‘চয়েস ফরম’ পূরণ করতে হবে।
অন্যদিকে অনুত্তীর্ণরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ফি দিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর মধ্যে ডিন অফিসে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।
আর কোটায় আবেদনকারীদের ২৭ অক্টোবর থেকে ৫ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
‘খ’ ইউনিটে ভর্তির জন্য মনোনয়নের সাক্ষাৎকার শুরু হবে ১৬ অক্টোবর থেকে।