Wed. Oct 29th, 2025
Advertisements

18খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীরা আজ বুধবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে স্কুলের মাঠের পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্থর ভেঙ্গে দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মৌলভীবাজার- ৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন বিদ্যালয়ের জমিতে ২০ শতক ভুমির উপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে ছিলেন।

এদিকে শিক্ষার্থীরা জেলার অন্যকোন সরকারি জমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় নিমার্ণের দাবি জানিয়ে বলছে, বিদ্যালয়ের এ জমি বিদ্যালয়েরই থাকবে কাউকে দিবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন সংগ্রামের হুমকিও দিয়েছে।
উল্লেখ্য যে,মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে ২০ শতক জমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় নির্মাণের উদ্যোগি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধা দেয় এবং এ নিয়ে মানববন্ধনসহ আন্দোলন সংগ্রাম চলতে থাকে।