Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: অনেক সময় নখে নেইলপলিশ লাগাতে গিয়ে কাপড়ে লেগে যায় কিংবা আসবাবে লাগে। মাঝেমধ্যে ভুলে কার্পেটেও লাগে। এমন সময় ঘষাঘষি করে কোনো লাভ নেই। উল্টো পুরো জায়গায় ছড়িয়ে যাবে। এ ক্ষেত্রে আইডিভা ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

কাঠের ওপরের নেইলপলিশের দাগ দূর করবেন যেভাবে
কাঠের আসবাবের ওপর নেইলপলিশ লেগে গেলে কখনোই নেইলপলিশ রিমুভার দিয়ে মুছে ফেলার চেষ্টা করবেন না। এতে আসবাবের রং উঠে যেতে পারে। এ ক্ষেত্রে লিকুইড স্পিরিট ব্যবহার করতে পারেন, যা রংমিস্ত্রিরা তাঁদের রঙের ব্রাশ পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকেন। সামান্য স্পিরিট নেইলপলিশের ওপর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, যতক্ষণ না নেইলপলিশ পুরোপুরি উঠে যায়।
কার্পেটের ওপরের নেইলপলিশের দাগ দূর করবেন যেভাবে
সচরাচর কার্পেটে নেইলপলিশ লাগার কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়। এ ক্ষেত্রে অ্যাসিটোন ব্যবহার করতে পারেন। এটা এক ধরনের মিনারেল লিকুইড, যা সুপারশপে পাওয়া যায়। একটি পাতলা কাপড়ে অ্যাসিটোন নিয়ে কার্পেটে লেগে থাকা নেইলপলিশের ওপর ঘষুন। বারবার ঘষতে থাকলে কিছুক্ষণ পর দাগ এমনিতেই উঠে যাবে। তবে সরাসরি অ্যাসিটোন কার্পেটের ওপর দেবেন না। এতে কার্পেট নষ্ট হয়ে যেতে পারে।
কাপড়ে নেইলপলিশ লেগে গেলে দূর করবেন যেভাবে
কাপড়ে নেইলপলিশ লাগার সঙ্গে সঙ্গে ভেজা অবস্থায় টিস্যু দিয়ে মুছে ফেলুন। এবার নেইলপলিশ রিমুভার দিয়ে হালকাভাবে ঘষুন। দেখবেন, ধীরে ধীরে নেইলপলিশ উঠে যাবে। আর যদি দাগ শুকিয়ে যায়, তাহলে প্রথমে নেইলপলিশের ওপর এক টুকরো বরফ ঘষুন। এতে ওই জায়গাটা শক্ত হয়ে যাবে। এরপর একটি ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষুন। দেখবেন, নেইলপলিশ শুকিয়ে উঠে যাবে।