খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে সন্ধ্যার পর মরহুমের বাসভবনে শত শত নেতাকর্মী জড়ো হন। সেখানে আসেন সাবেক সেনাপ্রধান লে. জে. নূর উদ্দিন খানও।
এরআগে মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৩টা ৩৭ মিনিটে রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির দূর্দিনের কাণ্ডারী হান্নান শাহ। বিএনপির সর্বোচ্চ দলীয় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ চারদলীয় জোট সরকারের আমলে মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। সাবেক এই সেনা কর্মকর্তা চাকরি জীবন শেষে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদ, ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং বেলা দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে হান্নান শাহের জানাজা। আগামী শুক্রবার গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলায় আরো দুটি জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।


