Fri. Oct 24th, 2025
Advertisements

26kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে স্কেভেটর দিয়ে নগরীর চাক্তাইসহ প্রধান ও শাখা খাল থেকে মাটি উঠানোর কার্যক্রম শুরু করে। ৬ মাস অতিবাহিত হলেও মাটিগুলো পুনরায় বৃষ্টিতে নালায় পড়ে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ে চট্টগ্রামের বাকলিয়াবাসী।

এলাকাবাসির পক্ষে আসমা খাতুন বার্তা সংস্থা এনবিএসকে বলেন, স্কেভেটর দিয়ে মাটি উঠানোর পর পার্শ্বে রাখার বিষয়ে আমরা জিজ্ঞাসা করলে চসিকের লোকজন জানায় স্তুপ করা ভিজা মাটি তাৎক্ষণিক খাল,সড়ক বা ফুটপাত থেকে অপসারণ করা যায়না এই অজুহাতে খোদ চাক্তাই খালে গত ছয়মাস ধরে স্কেভেটর’র স্তুপ করা মাটি ফেলে রাখা হয়েছে। স্তুপ করা মাটির কারণে জোয়ার এলে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

অথচ এ ব্যাপারে চসিক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। নগরীর চন্দনপুরা হয়ে পশ্চিম বাকলিয়া যাবার পথে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর অফিস সংলগ্ন চন্দনপুরা ব্রিজের নীচে চাক্তাই খাল এলাকায় মাটি সরিয়ে জলাবদ্বতার হাত থেকে রক্ষা করে উদ্দ্যোগ নেবে চসিক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এ ব্যাপারে ফোনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চীফ কনভারজেন্সী অফিসার শফিকুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে বলেন।