Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : চীনের হেনান প্রদেশে নানিয়াং ইয়ংক্যাং মেডিসিন কোম্পানি একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তার কর্মীদের হুঁশিয়ার করেছে, কেউ যদি আইফোন ৭ কেনে তবে তাকে চাকরি হারাতে হবে।
ওই প্রতিষ্ঠানটি একটি নোটিশ জারি করে কর্মীদের আইফোনের নতুন মডেলটি কিনতে নিষেধ করে দিয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, ‘আপনি যদি এই আইন ভঙ্গ করেন তাহলে আপনি অফিসে আসতে পারেন শুধুমাত্র আপনার অব্যাহতিপত্র জমা দিতে।’
অবশ্য এই নোটিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদেশী পণ্য বর্জনের কথাও বলা হয়েছে।
নোটিশটি চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে ব্যাপক হারে শেয়ার হয়েছে যেখানে অনেকেই হ্যাশট্যাগ হিসেবে লিখছেন ‘আইফোন ৭ কিনে চাকরি হারাচ্ছেন কর্মীরা।’
কোনো কোনো ওয়েইবো ব্যবহারকারী অবশ্য লিখেছেন, আইফোন ৭ না কেনার সিদ্ধান্ত চীনের জন্য ক্ষতির কারণও হতে পারে, কারণ অ্যাপলের পণ্যসমূহ চীনের ফক্সকন নামের একটি প্রতিষ্ঠান বাজারজাত করে।
বিবিবিদু নামে এক ওয়েইবো ব্যবহারকারী লিখেছেন, এই সিদ্ধান্তের ফলে ফক্সকনের হাজার হাজার শ্রমিক চাকরি হারাতে পারেন।
আরেক ব্যবহারকারী লিখেছেন, এই নোটিশের ফলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। দেশপ্রেমের নাম করে কিভাবে আপনি এটা করতে পারেন?
তবে কিংটং হু নামের একজন লিখেছেন, ‘সব সরকারি কর্মচারীদের বেলায় যদি এমন নিষেধাজ্ঞা জারি করা যেত তাহলে আমাদের দেশীয় ফোনের বিক্রি বেড়ে যেত।
এদিকে, নানিয়াং ইয়ংক্যাং মেডিসিন কোম্পানির এই সিদ্ধান্ত এখন অন্যান্য প্রতিষ্ঠানও অনুসরণ করছে বলে শোনা যাচ্ছে।