Mon. Oct 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬:  রাজশাহীর পুঠিয়ায় দুই নারীসহ চার ইয়াবা ট্যাবলেট সেবনকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরের রাজপাড়া থানার দাসপুকুর এলাকার হাবিবুর রহমান এর স্ত্রী সুমাইয়া ইসলাম সুমি (২১) ও একই থানার ডিঙ্গাডোবা এলাকার সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৬)। এছাড়াও পবা উপজেলার নতুনপাড়া এলাকার আবুল বাসারের মেয়ে সারমিন আক্তার বর্ষা (২০) এবং পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়ার কাজিরপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আয়নাল (৪০)। থানা সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া কাজিরপাড়া গ্রামের আয়নালের বাসায় ইয়াবা ট্যাবলেট সেবনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স তাদের আটক করে। পরে রাতেই তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাড মোঃ নুরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাদের ১হাজার টাকা করে মোট জরিমানার চার হাজার টাকা আদায় করা হয়।