Mon. Oct 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬:  চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে চান্দগাঁও থানাধীন চান্দগাঁও থানার সামনে মোড়ে আহমদুল্লাহ ভান্ডারী হোটেল এন্ড বিরানী হাউস এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে মোঃ মন্টু শেখ (২৫)কে আটক করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা বার্তা সংস্থা এনবিএসকে জানায় গ্রেফতারকৃত আসামী টেকনাফ হইতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী মূল্যে ক্রয় করিয়া বিক্রয়ের জন্য যশোর যাচ্ছিল।তল্লাশী করে এসময় ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মিনি ট্রাক সহ হাতে মোঃ মন্টু শেখকে নাতে গ্রেফতার করা হয়। আসামী মন্টু যশোর জেলার কতোয়ালী থানার শেখ হাটি, জামরুল তলা, ৪নং ওয়ার্ড (মন্টু শেখের বাড়ী)র মোঃ রুস্তম আলী শেখের পুত্র। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে জানান তিনি।