খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: তৈলাক্ত ত্বক, তাই বলে ময়েশ্চারাইজার ব্যবহার বাদ দিলে চলবে না। এ ধরনের ত্বকের জন্য উপযোগী ময়েশ্চারাইজার বেছে নিতে হবে সৌন্দর্য ও কোমলতা বজায় রাখার জন্য।
সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্যানুসারে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার অত্যন্ত জরুরি। ত্বক তৈলাক্ত হলে অনেকে মনে করেন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত নয়। কিন্তু এতে বরং তেলের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। আর তেল যত বেশি হবে লোমকূপ বন্ধ হয়ে ত্বকে ব্রণ ও অন্যান্য সমস্যা বেড়ে যায়। তাই ত্বক পরিষ্কার করে অবশ্যই উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।