খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে বড় একটি অনুষ্ঠানের আয়োজন করছে মাইক্রোসফট। এই অনুষ্ঠানে নতুন সফটওয়্যারে পাশাপাশি কিছু হার্ডওয়্যারের তথ্যও জানাবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। সাধারণত অক্টোবর মাসে সারফেস ব্র্যান্ডের পণ্য বাজারে ছাড়ে মাইক্রোসফট। গত বছরে সারফেস প্রো ৪ ও সারফেস বুক ঘোষণা করেছিল মাইক্রোসফট। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এ বছর হার্ডওয়্যার নিয়ে মাইক্রোসফটের উৎসাহ কিছুটা কম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডনেটের তথ্য অনুযায়ী, এবারের অনুষ্ঠানে মাইক্রোসফট উইন্ডোজ ১০ সম্পর্কে বেশি কথা বলবে। এবারের লক্ষ্য থাকবে উইন্ডোজ ১০ রেডস্টোন ২ হালনাগাদবিষয়ক। এ ছাড়া উইন্ডোজ ব্যবহার করে অন্যান্য নির্মাতার পণ্য দেখাবে মাইক্রোসফট। এবারে মাইক্রোসফটের পণ্যের মধ্যে সারফেস অল-ইন-ওয়ান ডিভাইসটি থাকতে পারে। এ ছাড়া নতুন কি-বোর্ড ও মাউস দেখাতে পারে প্রতিষ্ঠানটি। তবে যাঁরা সারফেস ব্র্যান্ডের স্মার্টফোন আশা করছেন তাঁদের হতাশ করতে পারে মাইক্রোসফট। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।