বিভিন্ন তথ্য যেমন ছবি, ভিডিও, মিউজিক, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ফাইল সংরক্ষণের ক্ষেত্রে আইফোন ৭ এর ৩২ জিবি সংস্করণটির গতি মাত্র ৪২ এমবিপিএস যেখানে ১২৮ জিবি সংস্করণে এ গতি আট গুন বেশি, প্রায় ৩৪১ এমবিপিএস।
এদিকে আইফোন ৭ প্লাস-এর বিভিন্ন সংস্করণের পরীক্ষা-নিরীক্ষায় তাদের সেলুলার পারফরমেন্সেও নানা অসঙ্গতি প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সেলুলার ইনসাইট যারা নেটওয়ার্ক সরঞ্জাম পরীক্ষা-নীরিক্ষা করে থাকে তাদের মতে আইফোন ৭ প্লাস স্মার্টফোন যেগুলো যুক্তরাজ্য ও ইউরোপে পাওয়া যায় সেগুলো যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এমন মডেলের তুলনায় লক্ষনীয়ভাবে দূর্বল প্রকৃতির।
এক্ষেত্রে অ্যাপল কোয়ালকম এবং ইনটেল দুই প্রতিষ্ঠনের মডেম ব্যবহার করেছে বলে জানানো হয়েছে।
সেলুলার ইনসাইট এর মুখপাত্র মিলান মিলানোভিক বলেন, “সকল ধরনের পরীক্ষায় কোয়ালকোম মডেম সংস্করণের আইফোন ৭ প্লাস ইনটেল মডেম সংস্করণের আইফোন ৭ প্লাসকে উল্ল্যেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। আমরা নিশ্চিত নই কেনো অ্যাপল দুইটি ভিন্ন মডেম সরবারহকারীকে ব্যবহার করলো নতুন আইফোন ৭ প্লাস এর জন্য।”